এম এ মান্নান
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষঁগাও ইউনিয়নের গলইভাঙ্গা গ্রামে অত্যন্ত চমৎকার ও মনোমুগ্ধকর নতুন একটি জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়। সংযুক্ত আরব আমিরাত এর অর্থায়নে ফুজাইরাহ ওয়েল ফেয়ার এসোসিয়েশন ওই মসজিদ নির্মাণ করে দেয়। কর্তৃপক্ষ জানান, এতে এলাকাবাসিরও সহযোগিতা রয়েছে। ৩ নভেম্বর শুক্রবার জুমা’র খুৎবার মাধ্যমে এলাকার গন্যমান্য ব্যক্তি, আলেম-উলামা ও সংস্হার প্রতিনিধিদের উপস্থিতিতে ওই মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপস্থিত ভদ্রমন্ডলীর কয়েকজন হলেন, মাও: নোমান তালুকদার, মো: আবু বকর ছিদ্দিক, মো: শফিকুল ইসলাম প্রমুখ।
To make all this stuff work requires hundreds of millions in financial essay writer capital and an unreal degree of human capital
ধোবাউড়ার গলইভাঙা গ্রামে বিদেশী অর্থায়নে চমৎকার মসজিদ
