এম এ মান্নান
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মাজেদুল ইসলাম বিসিএস জয় করেছেন। ১৭ অক্টোবর তার পরীক্ষার ফল প্রকাশ হয়। ৩৬তম বিসিএস পরীক্ষায় কৃষি ক্যাডারে গৌরবের সাথে তিনি উত্তীর্ণ হন। উপজেলার বিলডোরা ইউনিয়নের আতুয়াজঙ্গল গ্রামে তার জন্ম। মাকে হারিয়েছেন আগেই। বাবা আব্দুর রাজ্জাক অবসরপ্রাপ্ত প্রাইমারী স্কুল টীচার। তার বাবা কুমুরিয়া ও বাঘমারসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পর জৈনাটী স্কুল থেকে রিটায়ার্ড করেন। মাজেদুলের লেখাপড়ার হাতেখড়ি মা-বাবার কাছেই। তার জীবনের প্রথম স্কুল পলাশকান্দা প্রাথমিক বিদ্যালয়। আতুয়াজঙ্গল জামির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দুই বছর, হালুয়াঘাট মডেল উচ্চ বিদ্যালয়ে এক বছর পড়ে ময়মনসিংহ জিলা স্কুল থেকে গৌরবের সাথে তিনি এসএসসি পাস করেন। তারপর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে ইন্টার মেডিয়েট পাস করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পান। সেখান থেকে অনার্স ও মাস্টার্স পাস করেন তিনি। এরপর তার কর্মজীবনে প্রবেশ। বর্তমানে তিনি সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে ফুলপুর উপজেলার রূপসী ক্লাস্টারের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি একই পদে শেরপুর জেলার নালিতাবাড়িতে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তারা চার ভাই ও এক বোন। বড়ভাই এমবিবিএস আমিনুল ইসলাম ঢাকা পিজি হাসপাতালে কর্মরত। একেবারে জঙ্গল এলাকা বলে পরিচিত আতুয়াজঙ্গলের এই মেধাবী ছাত্র ও কৃতি ব্যক্তিত্বের প্রশংসায় এলাকাবাসী, পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব ছাড়াও পরিচিত-অপরিচিতজন অনেকেই যেন পঞ্চমুখ। তারা তার সফলতায় গর্ববোধ করেন। পাশাপাশি মনে করেন এই ছেলে একদিন দেশ উন্নয়ণে আরও বড় ধরনের ভূমিকা রাখবেন। মুহাইমিনুল ইসলাম জাইয়্যান নামে তার একজন শিশু সন্তান রয়েছেন। স্ত্রী গৃহিণী। তার এই বিসিএস জয়ে সর্বপ্রথম যিনি বেশি খুশি হতেন সেই মা জননী আজ নেই । মাজেদুলের অভিব্যক্তি জানতে ফোনে কথা বললে খুশিতে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তার যেন উন্নত জীবনের দুয়ার খুলে গেছে। তিনি দেশের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মা-বাবাসহ তার এই রেজাল্টের পিছনে যাদের শ্রম ও সহযোগিতা রয়েছে তাদের সকলের জন্য দেশবাসীর দোয়া প্রার্থনা করেন।
Auch ghostwriter uni in andere fächer integrieren oder davon ausgliedern
হালুয়াঘাটের কৃতি সন্তান মাজেদুল ইসলামের বিসিএস জয়
