এম এ মান্নান
ময়মনাসংহের ফুলপুর থানায় রবিবার সকালে সেপ্টেম্বর’১৭ এর মাসিক কল্যাণ ও অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল অফিসার ফোর্সদের নিয়ে অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদকচক্র ও আইন শৃঙ্খলা বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। চলতি বছর সেপ্টেম্বর মাসে অফিসারদের পারফর্মেন্সের উপর ভিত্তি করে ফুলপুর থানার শ্রেষ্ঠ এএসআই আলী আজগর আহমেদ শ্রেষ্ঠ এসআই মো: আব্দুল খালেক এবং সর্বোচ্চ ১৫০ পিস ইয়াবা মাদক উদ্ধারকারী অফিসার এএসআই তানভীর আহমেদকে পুরস্কৃত করা হয়। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) ইঞ্জিনিয়ার সাখের হোসেন সিদ্দিকী, ওসি আলী আহম্মেদ মোল্লা, ওসি (তদন্ত) রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
In hexan liegt essigsäure konkurrenzanalyse bachelorarbeit nicht als monomer sondern als dimer vor
ফুলপুর থানায় মাসিক কল্যাণ ও অপরাধ দমন সভা
