এম এ মান্নান
ময়মনসিংহের ফুলপুরে মহাসড়কের করুণ অবস্থা। সড়ক ভেঙেচুরে খান খান হয়ে গেছে। গর্ত আর গর্ত! যানবাহন চলাচলের সময় একেক খাদে পড়ে গাড়ি কাঁত হয়ে যায়। তখন স্নায়ূবিক দুর্বলতা সম্পন্ন লোকদের মনে হয়, এই বুঝি শেষ! আত্মা ধড়ফরায়া ওঠে। বুড়ো, শিশু, গর্ভবতী ও রোগীদের যে কি অবস্থা হয়, তা শুধু ভুক্তভোগীরাই বলতে পারবেন। কোন ভিআইপি মেহমান এ রোডে প্রবেশ করলে জরুরিভিত্তিতে কিছু ইট সুরকি দিয়ে গর্তগুলো ভরাট করে দেয়া হয়। যাতে তাদের গাড়ি হেলে না পড়ে, শরীরে ঝাঁকি না লাগে। রাস্তা যে এত খারাপ এটা যাতে তারা টের না পান। ফলে বছরের পর বছর রাস্তা ভেঙে খান খান হচ্ছে, সাধারণ জনগণ ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন কিন্তু যারা ওই রাস্তা মেরামত করবেন তারা বিষয়টি হয়তো টেরই পাননি।পত্রপত্রিকায় লিখা হয় কিন্তু পত্রিকা পড়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নেন এমন ঘটনা বিরল। এই যে দুরাবস্থা! এর অবসান কবে হবে? শম্ভুগঞ্জ থেকে যেভাবে রাস্তা কার্পেটিং শুরু হয়েছে যদি পুরো রাস্তা ওইভাবে পুন:সংস্কার করা হয় তবে ভবিষ্যৎ প্রজন্ম একটু স্বস্তিতে চলাচল করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।কিন্তু ফুলপুরবাসীকে কি সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে নাকি এর আগেই মহাসড়কের ভাঙন মেরামত হবে? জানতে চান অসহায় এলাকাবাসি ও ভুক্তভোগীরা।
How justdomyhomework.com to get a job in venture capital since venture capital is such a difficult industry to break into, vc hopefuls should expect to exert a great deal of effort to find a job in the industry
ফুলপুরে মহাসড়কের করুণ অবস্থা
