নুরুল আমিন
মেঘলা আকাশ, টিপ টিপ বৃষ্টি ভেঁজা বাতাসের শীতল পরিবেশে অনুষ্ঠিত হলো এক বৌভাত। অনুষ্ঠানে আজ শনিবার দেখা হয় আমার বাল্যকালের পথপ্রদর্শক বর্তমানে জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্মসচিব এ এফ এম হায়াতুল্লাহ স্যারের সাথে। যার সান্নিধ্যে আমার শৈশবকালের প্রতিদিনের অনেকটা সময় কাটতো । অনেক দিন পর আমাকে কাছে পেয়ে তিনি যেন ভুলেই গিয়েছিলেন ছাত্র জীবনে আমি উনার একজন প্রিয় ছাত্র ছিলাম। বর্তমান তারাকান্দা উপজেলার বাগুন্দা গ্রামে নিজ বাড়িতে ভাতিজার বিবাহ অনুষ্ঠানে যোগ দেন তিনি। ওই অনুষ্ঠানে ব্যস্ততার মাঝেও স্যার আমাকে সাথে বসিয়ে অনেক কথা বললেন, স্মৃতিচারণ করলেন, আমার আব্বা আম্মার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন। কথার ফাঁকে প্রসঙ্গত বললেন, “মানুষের পরিচয় তার লেবাসে নয়, কাজে। বললেন, মনের শুদ্ধতাই প্রকৃত শুদ্ধতা। তাই সমাজের প্রতিস্তরে শুদ্ধ মানুষের প্রয়োজন। বৃহত্তর ফুলপুরের কৃতিসন্তান এ এফ এম হায়াতুল্লাহ বর্তমানে মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মহোদয়ের একান্ত সচিবের দায়িত্বে নিয়োজিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে কর্মরত রয়েছেন। আমার বিশ্বাস, উনার মত মেধাবী ও সৎ মানুষ প্রশাসনে থাকলে বাংলাদেশ একদিন বিশ্ব দরবারে ঘুরে দাঁড়াবেই।
Aber auch im ausland ghostwriter hausarbeit https://ghostwriter-hilfe.com hörte man die neue stimme englands
সমাজের প্রতিটি স্তরে শুদ্ধ মানুষের প্রয়োজন — যুগ্মসচিব হায়াতুল্লাহ
