এম এ মান্নান
ভারতের দেওবন্দের আল্লামা সাইয়িদ হুসাইন আহমাদ মাদানী (রহ.)’র ছেলের ঘরে নাতি আল্লামা মাহমুদ মাদানি ও বাংলাদেশের উলামা জগতের উজ্জ্বল নক্ষত্র দাওয়াতুল হক বাংলাদেশের আমীর আল্লামা মাহমূদুল হাসান দামাত বারাকাতুহুম আরাকানের রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার সফর করলেন। আল্লামা মাহমূদ মাদানী কক্সবাজার লাইট হাউজ মাদ্রাসায় তাশরিফ নেন এবং সেখানে মসজিদে বয়ান করেন। বয়ানে তিনি বলেন, বাংলাদেশের সর্বস্তরের ওলামা-তোলাবা যেভাবে মাজলুম মুসলিম রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন এটা অনবদ্য ও নজিরবিহীন। এ সময় রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের ওলামায়ে কেরামের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। আল্লামা মাহমুদ মাদানী
দুই সপ্তাহ পর আবার বাংলাদেশে আসবেন। তিনি বলেন, আরকানীরা আমাদের ভাই। তাদেরকে ত্রাণ দেওয়ার পাশাপাশি সর্বপ্রথম আমাদের দায়িত্ব হচ্ছে তাঁদেরকে সম্মানের চোখে দেখা। তাদের ইজ্জৎ-আব্রুর হেফাজত করা। এগুলো আমাদের মৌলিক দায়িত্ব। তিনি আরও বলেন, পৃথিবীতে পেটে ভাত না থাকা মানুষগুলো কখনো কারো উপর হামলা করে না, করতে পারে না। তারা নীরিহ। বেশিরভাগই খেটে খাওয়া মানুষ। বিশ্বব্যাপী বিত্তশালীরা আজ নীরিহদের উপর হামলা করছে। এসব কথা বলে তিনি আক্ষেপ করেন। সংক্ষিপ্ত মোনাজাতে মাজলুম রোহিঙ্গারা যাতে শত্রুর মোকাবেলায় শক্তি, সাহস এবং হিম্মত পায় রাব্বুল আলামিনের দরবারে তিনি সেই দোয়া করেন। এদিকে, গুলশান সেন্ট্রাল মসজিদের ইমাম দাওয়াতুল হক বাংলাদেশের আমীর আল্লামা মাহমূদুল হাসান কক্সবাজার সফর করে উখিয়ায় ত্রাণ বিতরণ করেন।মুসলিমদের নামাজে কষ্ট হচ্ছে উপলব্ধি করে তিনি ৫লক্ষ রোহিঙ্গার জন্য ৮শ মসজিদ নির্মাণ করে দিবেন বলে আশ্বাস দেন।
Like this post on facebook official uefa euro 2012 app for iphone and android now available for download redmond pietwo of the best things in life, in my opinion, have to https://topspyingapps.com/ phone spy app be technology and sports
রোহিঙ্গাদের দেখতে দুই মাহমূদের কক্সবাজার সফর
