এম এ মান্নান
ভোরে অনলাইনে দেখলাম বাংলাদেশ প্রতিদিনে নিউজ এসেছে। তাই সকালে বাসস্ট্যান্ডে যাওয়া।শুধু পত্রিকার জন্য। গিয়ে দেখি ভোর বিহানে থানা রোডে পায়চারি করছেন ফুলতারা সম্পাদক নাজিম ভাই।জানতে চাইলে স্মরণ করিয়ে দিলেন হালুয়াঘাটের যুগান্তর সাংবাদিক হাতেম ভাইয়ের বাবার জানজার কথা।দুদিন আগের ব্যবহৃত জামা পায়জামা পরা ছিল। ওগুলো নিয়েই রওনা।জানাজা শেষে হালুয়াঘাটে ময়মনসিংহ ও স্থানীয় সিনিয়র বড় ভাইদের সংস্পর্শে কিছুক্ষণ।ফুলপুরে ফেরার পথে বাংলাদেশ প্রতিদিনে সদ্য যোগদান করনেওয়ালা সাংবাদিক ভাগ্নে সাইদুর রহমান রাজু নিয়ে গেলেন শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সামনে অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে। গিয়ে দেখি চমৎকার অনুষ্ঠান। সামনে একটি রাজকীয় গেইট শোভা পাচ্ছিল। অত্যন্ত প্রাণবন্তকর ও আনন্দমুখর পরিবেশে বক্তৃতা চলছিল। ব্যানারে লেখা ছিল ‘ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০১৭।ব্যানারের দু’পাশে দুই জাদরেলের ছবি।তারা হলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি আফজাল এইচ খান ও সাবেক উপজেলা চেয়ারম্যান বর্তমানে হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আজগর।এছাড়াও আরও তুখোর ও ত্যাগী নেতারা মঞ্চে উপবিষ্ট ছিলেন। পাশেই বসা ছিলেন, তরুণ শিল্পপতি ও বিএনপি নেতা আলহাজ্ব সালমান ওমর রুবেল। বক্তব্য চলছিল। যেন ঝাল মিষ্টি টক মাখানো। মাঝে মাঝে করতালিতে মুখরিত হয়ে ওঠেন ঝিমিয়ে পড়া বিএনপি নেতারা। পুরো হলরুম লোকে লোকারণ্য ছিল। ঈদ একটু তফাতে চলে গেলেও এর ঝিলিক যেন ফুরোয়নি। সকলের হৃদয়কে করে তুলেছিল আলোকিত । ভালই লাগলো। ফুলপুরে অহরহ থাকলেও হালুয়াঘাটে এ ধরনের অনুষ্ঠানে যেন এই প্রথম। অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আলী আজগর সভাপতিত্ব করেন।প্রধান অতিথির আসন অলংকৃত করেন, সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির আহবায়ক আফজাল এইচ খান । এছাড়া যুগ্ম আহবায়ক আ.ন.ম সাদেকুর রহমান নঈম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন ময়না, হানিফ মোঃ শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, নাদিম আহাম্মেদ, অধ্যাপক মহেব্বুর রহমান মুকুল, আজিজুল আহসান, কাজী বদরুদ্দোজা ইমন, মোঃ রমজান আলী জহির, প্রকৌশলী ইউনুস খান, নুরুল আলম, উপজেলা আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল ও যুবদল নেতা সাজ্জাত হোসেন খান হীরা প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মশিহুর রহমান। বক্তারা হালুয়াঘাট বিএনপিতে একাধিক গ্রুপের সমালোচনা করেন কিন্তু সমাপনী বক্তব্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান, প্রধান অতিথি আফজাল এইচ খান।
But unfortunately, don’t expect this update to add new functionality such as copy and get new information paste to your wp7 device
প্রাণবন্তকর পরিবেশে হালুয়াঘাটে অনুষ্ঠিত হলো বিএনপির ঈদ পুনর্মিলনী
