নিজস্ব সংবাদদাতা
ময়মনসিংহের ফুলপুরে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী গোদামে চাল মজুদ রেখে বাজারে ক্রাইসিস তৈরি করা হচ্ছে কিনা বিষয়ে খোঁজখবর নেন।তিনি কাকলী এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ ও ফুলপুর এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের গোডাউনে খাদ্য মজুদ পরিদর্শন করেন। পরিদর্শনে কাকলী এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ -এ নির্ধারিত মজুদের অতিরিক্ত চালের মজুদ দেখতে পান তিনি। তারপর
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী কাকলী এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃকে অতিরিক্ত মজুদের ১২০ মেট্রিক টন চাল আগামী তিন কার্যদিবসের মধ্যে ফুলপুর খাদ্য গোদামে দিয়ে দেয়ার নির্দেশ দেন। এছাড়া বাকি চালও বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে খাদ্য মজুদ আইনে মামলা করা হবে বলে হুমকি দেন তিনি। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা রুবায়েদুর রানা, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মঞ্জুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
It is still possible to find digital photo import accessories on the market such mobile spy as the belkin media reader and digital camera link, as well as apple’s own ipod camera connector
ফুলপুরে অতিরিক্ত চাল মজুদ মামলার হুমকি প্রশাসনের
