এম এ মান্নান
সম্প্রতি ময়মনসিংহের ফুলপুর উপজেলা সদরে ফুলপুর ও তারাকান্দা থানা নিয়ে ফুলপুর সার্কেল গঠিত হয়। সার্কেল অফিস হওয়ার পর পুলিশি কর্মকান্ডের গতিবিধি ও তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ৩০তম বিসিএস ক্যাডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল)ইঞ্জিনিয়ার সাখের হোসেন সিদ্দিকীর বলিষ্ঠ পদক্ষেপে মাদক, জুয়া ও বাল্যবিবাহ রোধ হতে শুরু করেছে।
ওপেন হাউজ ডে নিয়মিত হচ্ছে।কাজের স্বচ্ছতা ও জওয়াবদিহিতা বাড়ছে।গ্রাম পুলিশদের ট্রেইনআপ করা হচ্ছে। এলাকায় এর প্রভাব ছড়িয়ে পড়ছে।এসব কাজের খবরাখবর পর্যবেক্ষণের মাধ্যমে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম, পিপিএম দক্ষ ও মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।সিনিয়র পুলিশ সুপার (ফুলপুর সার্কেল)ইঞ্জিনিয়ার সাখের হোসেন সিদ্দিকীকেও তার কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।গতকাল ময়মনসিংহ পুলিশ লাইনে আয়োজিত মাসিক কল্যাণ সভায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম, পিপিএম তাকে এ স্বীকৃতি প্রদান করেন । এ সময় অন্যদের সাথে অতিরিক্ত পুলিশ সুপার ময়মনসিংহ (উ) এসএ নেওয়াজী উপস্থিত ছিলেন।
The purpose of the 13th amendment was thus to etch freedom for slaves into the constitution so that it later would not be paper writers questioned or avoided
সিনিয়র সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) পেয়েছেন তার কাজের স্বীকৃতি
