আব্দুর রহমান:
ঢাকাস্থ মীরপুর-১১’র বাসিন্দা মহিউদ্দিন সিদ্দিকী ও সানজিদা আক্তার প্রিয়ার স্নেহময়ী একমাত্র শিশুকন্যা আফিয়াহ্ সিদ্দিকী অরিনের দ্বিতীয় শুভ জন্মদিন ১১ সেপ্টেম্ব ২০১৭ সোমবার পালিত হয়। এ উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর পৌর শহরে সরকারী ফুলপুর ডিগ্রি কলেজ রোডস্থ অরিনের নানা আর্মির (অব.) ওয়ারেন্ট অফিসার নজরুল ইসলামের বাসা সংলগ্ন এক্সিলেন্ট স্কুল এন্ড মাদরাসা হলরুমে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এতে উপস্থিত ছিলেন, অরিনের নানা মো. নজরুল ইসলাম, মো. সফির উদ্দিন ফকির, দ্বীন ইসলাম, হাফেজ নাঈম বিন কালাম, অরিনের একমাত্র মামা আব্দুল্লাহ আল মাহমূদ পিয়াস, মুশফিক ইনতিসার ফাহিম, মুস্তাকীম, ইহসানুল মান্নান, মুসাদ্দিক প্রমুখ।অরিনের সুস্বাস্থ্য, নেক হায়াত ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মুনাজাত পরিচালনা করেন, এক্সিলেন্ট স্কুল এন্ড মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান।
Living in the large online essay writer intestine is a rich flora of mostly harmless bacteria
অরিনের দ্বিতীয় শুভ জন্মদিন পালিত
