এম এ মান্নান
পপুলার লাইফের ফুলপুর সাভির্র্স সেলের সহকারী প্রকল্প পরিচালক সাপ্তাহিক ফুলতারা পত্রিকার সাংবাদিক রাকিবুল ইসলাম মাহফুজের আব্বা চান মিয়া (৫৫)আর নেই। তিনি আজ সোমবার দুপুর ২টার দিকে ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা কলেরবাড়ি সংলগ্ন ভাড়া বাসায় ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ১ মেয়ে ও নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বহুদিন যাবৎ ক্যান্সারে ভুগছিলেন। দুইবার তাকে কলকাতায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে ফেরত দিলে তিনি বাসায়ই শুয়ে বসে সময় কাটাতেন। তার মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রইছ উদ্দিন, পপুলার লাইফের প্রধান কর্র্মকর্র্তা মোখলেসুর রহমান ও দৈনিক ময়মনসিংহ পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত ও বেহেশত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি তারা মোবাইলে সমবেদনা জানিয়েছেন।বাদ মাগরিব আমুয়াকান্দা সবুজমেলা রাইস মিলে তার প্রখম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরহুমের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার বৈঠামারীতে বাদ ইশা দ্বিতীয় জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Kg, reiskirchen energie waldeck-frankenberg gmbh, korbach energieversorgung limburg gmbh, limburg engel & jung gmbh ghostwriter englische hausarbeit & co
সাংবাদিক রাকিবুল ইসলাম মাহফুজের আব্বা আর নেই

Exif_JPEG_420