এম এ মান্নান
যেসব উপজেলায় সরকারী মাধ্যমিক বিদ্যালয় নেই ওই রকম ১৪৮ উপজেলার সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা গত ২৯ আগস্ট প্রকাশ করা হয়।এর মধ্যে ময়মনসিংহের ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয় অন্যতম।তালিকায় ঝলমল করছে বখশিমুল উচ্চ বিদ্যালয়ের নামও। ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয় ১৮৮২ সনে স্থাপিত হয়। বিচারপতি টিএইচ খানের মত বড় বড় মানুষ এই স্কুলের ছাত্র।তারপরও স্কুলটি জাতীয়করণে বিলম্বিত হয়েছে। অনেক পরে হলেও জাতীয়করণের সংবাদে ফুলপুরজুড়ে বইছে আনন্দের বন্যা।ফুলপুর থানা প্রাচীর ঘেঁষে খরিয়া নদীর পাড়ে নিরাপদ ও নিরিবিলি স্থানে এর অবস্থান।ফুলপুরবাসীর প্রাণপ্রিয় এ প্রতিষ্ঠানটি জাতীয়করণের ফলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ধন্যবাদ জানান।সেইসাথে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য স্থানীয় এমপি শরীফ আহমেদ ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইউএনও মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর প্রতিও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য, এই বিদ্যালয়ের নিজস্ব সাড়ে দশ একর ভূমি রয়েছে। এছাড়া ২৯ জন শিক্ষক, ৮জন কর্র্মচারী ও ২০০১ জন ছাত্রছাত্রী রয়েছেন।এর পড়ালেখার মান ও ফলাফল বরাবরই প্রশংসনীয়।শিক্ষক ও কর্র্মচারীরা অত্যন্ত দক্ষ মেধাবী ও পরিশ্রমী।প্রধান শিক্ষক আকরাম হোসেন জানান, প্রতিষ্ঠানটির ঐতিহ্য ধরে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। শুধু ময়মনসিংহ বিভাগে নয় বরং সারা দেশের মধ্যে যাতে ফলাফল ও শিষ্টাচারিতায় আমরা শীর্র্ষ স্থানে পৌঁছতে পারি সে চেষ্টাও করে যাচ্ছি।
It’s always a time-consuming chore to tell the app all of your courses and other types of information that it requires, you can how to hack a cell phone remotely only hope that by the time you’re finished and begin using the app, you’ll actually find it useful for your workflow
জাতীয়করণে তালিকাভুক্ত হয়েছে ফুলপুর পাইলট স্কুল
