এম এ মান্নান
ময়মনসিংহের ফুলপুরে শুক্রবারে বাড়তে পারে ট্রাফিক জ্যাম।হেলডস ওপেন স্কাউট গ্রুপ ডিউটি না করার সম্ভাবনা রয়েছে। সিএনজিওয়ালাদের সাথে কথা কাটাকাটির ঘটনা ফুলপুর ট্রাফিক প্রধানকে জানালেও খবর নেননি বলে অভিযোগ করেন গ্রুপ লীডার তাসফিক হক নাফিও। তিনি বলেন, ট্রাফিক বিভাগের লোকজন সারাদিন একটু খবরও নেননি। হেলপ না করলে আমরা কাজ করতে পারব না। আমরা আগামীকাল (শুক্রবার) ডিউটি করব না। ময়মনসিংহে যারা কাজ করে তাদের নাশতা বা লাঞ্চের ব্যবস্থা করা হয়। আমরা সেটাও চাই না। আমি নিজেই স্কাউটদের খাবারের ব্যবস্থা করি। এ ব্যাপারে ফুলপুর ট্রাফিক পুলিশ প্রধান তৌহিদুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, ট্রাকের সঙ্গে সিএনজির একটু টুকাটুকি লাগছিল। খবর পেয়ে আমি আমার একজন অফিসার পাঠিয়েছি। তিনি গিয়ে দেখেন যে, তারা নিজেরাই মীমাংসা হয়ে চলে গেছে।ডিউটি না করা বিষয়ে তিনি বলেন, না না করবে। নাফিও হয়তো একটু অভিমান করেছে। আমি এখনই তাকে ফোন করতেছি। ওরা ৩০ জন ডিউটি করছে। সবাই খুবই ভাল। নাফিওর সাথে আমার এক আত্মীয়ও আছে। আমি ওদের খুব পছন্দ করি।
Higher goals for higher learning the first state-supported universities showed up in the south essay writers at https://pro-essay-writer.com in 1795
ফুলপুরে যানজট বাড়তে পারে শুক্রবারে
